Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সেবা সমূহ

প্রশিক্ষণ/সমিতির সংখ্যা

উপকারভোগী

যোগ্যতা

ভিজিডি কর্মসূচি

-

২০৪১

১. মহিলা যিনি নির্ধারিত বয়সের অমত্মর্ভূক্ত (১৮-৪০ বছর)

২. মহিলা যিনি অন্য কো খাদ্য বা অর্থ সাহায্য প্রদানকারী কর্মসূচী/প্রকল্পের অন্তর্ভূক্ত সদস্যা নন।

৩. মহিলা যিনি ২০০৯-২০১২ সনের মধ্যে কোন চক্রে ভিজিডি কার্ডধারী ছিলেন না।

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা

-

২৬৪

ক. প্রথম বা দ্বিতীয় গর্ভধারণকাল (যে কোন একবার)

খ. বয়স কমপক্ষে ২০ বছর বা তার উর্দ্ধে।

গ. মোট মাসিক আয় ১৫০০/- টাকার নিমেণ।

ঘ. দরিদ্র প্রতিবন্ধী মা অগ্রাধিকার পাবেন।

ঙ. নিজের বা পরিবারের কোন জমি, মৎস্য চাষের জন্য পুকুর নেই।

চ. উপকারভোগী নির্বাচনের সময় অর্থাৎ জুলাই মাসে উপকারভোগীকে অবশ্যই গর্ভবতী থাকতে হবে।

ক্ষুদ্র ঋণ কার্যক্রম

-

১৪৬

 

প্রশিক্ষণ

০১

৩০

১৮-৩০ বছর, দুঃস্থ, বেকার, অর্ধশিক্ষিতদের দক্ষ করে তোলার জন্য ১ বছর মেয়াদী প্রশিক্ষণ দেয়া হয়।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গৃহীত উদ্যোগ

নারী নির্যাতন দুরিকরণ কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের সচেতন করা, উঠান বৈঠক, সমিতির সদস্যদের মধ্যে নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধের জন্য সচতেনতা সৃষ্টি।

১) কিশোর কিশোরী ক্লাব

 

 

 

 

 

২) ঘূর্নায়মান ঋণ তহবিল 

ক্লাবে সংগঠিত করে সমাজের ইতিবাচক পরিবর্তনে কিশোর কিশোরীদের ক্ষমতায় কর্মসুচীর অধীনে ১২টি ইউনিয়নে ১২টি কিশোর কিশোরী ক্লাব পরিচালিত হচ্ছে। ১০-১৮ বছর বয়সের কিশোর-কিশোরী সদস্য হতে হবে। মোট ৩০ জন সদস্য থাকে। তার মধ্যে ২০ জন কিশোরী ১০ কিশোর। কিশোরী বধু ও সদস্য হতে পারে। ক্লাবে দুই জন পিয়ার লিডার থাকে। তাদের মধ্যে ১ জন কিশোর ১ জন কিশোরী

-

৬৯

--

সমিতি নিবন্ধন

২২টি

-

দরিদ্র, দুঃস্থ, বিধবা, স্বামী পরিত্যক্তা মহিলা কর্তৃক সংগঠিত সমিতিকে নিবন্ধন প্রদান করা হয়। এসব সমিতির সদস্যদের আত্মনির্ভরশীল করতে অধিদপ্তর হতে বিভিন্ন ধরনের অনুদান প্রদান করা হয়।